ডেস্ক রিপোর্ট, ঢাকা;  অর্থপাচার ও ভিসা বাণিজ্যের অভিযোগে কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

কুয়েতের আরব টাইমসের খবরে প্রকাশ, দেশটির অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সূত্র জানিয়েছে, একটি কোম্পানির মালিককে ২ হাজার দিনারের বিনিময়ে জামিন দিলেও বাকি আসামিদের কারাগারে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক প্রসিকিউটর।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।

আমাদের বাণী ডট কম/২৫ জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।