ডেস্ক রিপোর্ট, ঢাকা;  মাস্ক-পিপিই কেনায় দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের তিন কর্মকর্তার জিজ্ঞাসাবাদ করছে (দুর্নীতি দমন কমিশন) দুদক।

সিএমএসডির প্রধান সমন্বয়ক ডাক্তার জিয়াউল হক, উপ-পরিচালক ডাক্তার জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করছে (দুর্নীতি দমন কমিশন) দুদক।

আজ সোমবার (২০ জুলাই ২০২০)  সকাল সাড়ে ১০টার প্রথমে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন উপ-পরিচালক ডাক্তার জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে সংস্থার পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল।

এরপর বেলা ১টার দিকে হাজির হন সিএমএসডির প্রধান সমন্বয়ক ডাক্তার জিয়াউল হক। একই অভিযোগে রবিবার সিএমএসডির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহজাহান, স্টোর অফিসার সাব্বির আহমেদ ও কবির আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২০ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।