রাজশাহী সংবাদদাতা; জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কীটনাশক পানে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের নাম মিতা খাতুন (২২)। মিতা হৃদরোগ এবং কিডনির মতো জটিল রোগে ভুগছিলেন।

তিনি রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। মিতা রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মেয়ে।

মিতার স্বামী শরিফুল ইসলামও পুলিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর এয়ারপোর্ট থানায় কর্মরত। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গত ৩০ জুন মিতা বাড়িতে কীটনাশক পান করেন। তখন তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। কী কারণে তিনি কীটনাশক পান করেছিলেন তা জানা যায়নি।

তবে কীটনাশক পানের পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সে মারা যায়।

আমাদের বাণী ডট কম/১১  জুলাই  ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।