পাইকগাছা (খুলনা)  সংবাদদাতা; জেলার পাইকগাছায় পাচারের সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের দুই ট্রাক সরকারি গম জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন ২০২০) দুপুরে পাইকগাছার কাপিলপুনি থেকে এ গম জব্দ করে থানা পুলিশ।

  • পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি( তদন্ত) আশরাফুল আলম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে দুই ট্রাক গম জব্দ করা হয়েছে। এখনও পুলিশ ঘটনাস্থলে জব্দ করা গমের কাগজপত্র যাচাই করছে। কাগজপত্র যাচাই না করে কিছু বলা যাবে না।

জানা যায়, কয়রার একটি প্রকল্পের এ গম খুলনা শহরের একটি মিলে পাচার করা হচ্ছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ এ গম জব্দ করেছে।

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।