হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার খোকসা উপজেলার পৃথক দুটি মামলায় দুই মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (০৪ মার্চ ২০২০) সকালে এই কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য পরিদর্শক মোহাম্মদ নূরুল আলমের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার আইজুল গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোঃ আলাউদ্দিন (৫৩) কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর উপধারা (১) স্বরণীর ২১ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অপর মামলাটি খোকসার রামনাথপুর গ্রামের মোঃ মনির উদ্দিন শেখের ছেলে ঝন্টু শেখ(৫৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন ২০১৮ এর ৯ এর উপধারার (১) এর দফা ‘গ’ লংঘন করায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তার কাছ থেকে পাঁচ গ্রাম গাজা পাওয়া গেছে। গ্রেফতারকৃত দুজনই তাদের নিজেদের অপরাধ অকপটে নির্বাহি আদালতে স্বীকার করেন।

উল্লেখ্য মাদক বিক্রেতা আলালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে। পরে দেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/টিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।