হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার খোকসায় নতুন করে দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে ৫৩ জনের করোনা শনাক্ত হল। এ পর্যন্ত উপজেলাটিতে এক জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২০) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জানিপুর বাজারের সবচেয়ে বড় দোকান দারের ছেলে অশোক পাল (৫৫) ও দোকানের কর্মচারীর সুধির বিশ্বাস (২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট সংখ্যা ৫৩ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩৩ জন এবং আজকের দুজন অসুস্থ ছিল রয়েছেন ২১ জন। মৃত্যুবরণ করেছে একজন।

এদিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান করোনায় আক্রান্ত অশোক পালের দোকান ও বাড়ি লক্ ডাউন করা হয়েছে। দোকান কর্মচারী সুধির বিশ্বাসের বাড়ি ও লক্ ডাউন করে দেওয়া হয়েছে।

এদিকে কুষ্টিয়া জেলায় আজ  নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪২২ জন। মারা গেছে ৩১ জন।

আমাদের বাণী ডট কম/২৭ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।