হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার (২১শে জুলাই) জেলার খোকসা উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে (২১-২৭ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

খোকসা উপজেলা নির্বাহী অফিফসার মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক সহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি আমাদের এখন সর্বত্রই স্বীকৃত। মাছের উৎপাদন বৃদ্ধি কল্পে সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড এ খাতকে আরো সমৃদ্ধ করবে। করোনা কালীন সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের খামারে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করতে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে উপজেলা পুকুরে রুই ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আমাদের বাণী ডট কম/২০ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।