মা ইলিশ প্রজননের সময়নিষেধাজ্ঞার ১৫ তম দিবসে  ইলিশ ধরার অপরাধে উপজেলা মৎস্য বিভাগের অভিযানে কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া মোকলুর চরে ৮ হাজার মিটার কারেন্ট জাল পোড়ানো হয়েছে।
মা ইলিশ রক্ষার ১৫ তম দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলা মৎস্য অফিসের অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে পদ্মা সংলগ্ন আমবাড়িয়া, কুঠিপাড়া, মকলুর চর ও আমলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৮,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযানে এএসআই কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৭ জন সদস্য, মৎস্য অফিসের কর্মচারীগণ, লিফগণ, সাংবাদিকদের উপস্থিতিতে এ জাল পুড়িয়ে দেয় ।
উল্লেখ্য কুষ্টিয়ার খোকসা উপজেলার কোনো পদ্মার অংশ নাই। তবে এই রুটে খোকসা উপজেলায় পদ্মার ইলিশ মাছ পাচারের একটি নির্ভরযোগ্য রুট রয়েছে। গত ১৫ দিনে এই উপজেলা থেকে মা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে সর্বোচ্চ জেলার আড়ায়’শ কেজি। উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান ও তার অফিসের সকল সদস্য এবং লিফটের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মৎস্য অফিস।  ইতিমধ্যে সরকারের ঘোষিত ২’শ জন জেলেদের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।