হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  সারাদেশের ন্যায় সপ্তাহ ব্যাপি (২১ জুলাই থেকে ২৭ জুলাই) জেলার খোকসা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২০)  সকালে উপজেলা নির্বাহী অফিস কক্ষে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এর সাথে। এসময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলা থেকে উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন পলাশ চন্দ্র রায় অংশগ্রহণ করেন।

উক্ত সমাপনী অনুষ্ঠানের সপ্তাহব্যাপী মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসনীয় উদ্যোগ কে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, উপজেলার পর্যায়ে মৎস্য চাষ আরও বেগবান করতে সকল মৎস্য চাষীদের কে আরো প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ প্রকল্প হাতে নিতে হবে। বেকার যুব সমাজের কর্মসংস্থানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। যা দিয়ে দেশের পুষ্টি সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

আমাদের বাণী ডট কম/২৭ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।