খুলনা বিভাগের শ্রেষ্ঠ স্কুল খ্যাত খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৭৫৬ জন শিক্ষার্থীদের মধ্যে ১৪৩ জন শিক্ষার্থী প্রথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে।

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে ১৬ জন বালক ও ১৬ জন বালিকা মোট ৩২ জন শিক্ষার্থী। সাধার গ্রেডে ১১১ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের রোল নাম্বার ২৩৮,২৭৪,ম-৯৩২, ১২৩৪, ম-১২৪৩, ম-১২৪৯, ম-১২৪৫, ম-১৪৩২, ১৮০৭, ম-১৯৫৬, ২২৬৯, ২৩৯৯, ম – ২৪০২, ম – ২৪০৩, ২৪০৫, ২৪০৭, ২৪০৮, ২৪১১, ২৪১২, ২৪১৩, ২৪১৯, ম+ ২৪৭০, ম- ২৪৭১, ম- ২৪৭২, ম- ২৪৭৫, ম- ২৪৭৭, মোট ৩২ শিক্ষার্থীগণ।

এদিকে খোতস্ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও খুলন্ বিভাগের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খোকসা জানিপুর সরকারি প্রাথমিক মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ বলেন, প্রতিবারের ন্যায় একারও তার বিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী ট্যালেন্টফুলে ও ৭ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা বলেন, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গুণগতমান গত বছরের থেকে অনেক ভাল। শতভাগ পাস করায় এবারকার প্রাথমিক শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এমনকি শিক্ষার্থী ঝরে পড়ার হার শূন্যের কোঠায় আনার প্রস্তুতি চলছে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।