গ্রাম শূন্য পুরুষ
ছবি; আমাদের বাণী

কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা বনগ্রাম বাজের গতকাল  শুক্রবার (০৮ মে ২০২০) ভোররাতে অগ্নিকাণ্ড ঘটনাায় পুলিশ জনতার সংঘর্ষে দুই পুলিশ আহত হওয়াকে কেন্দ্র করে খোকসা থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুজ্জামান এর দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায়  ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। বিপাকে রয়েছে বৃদ্ধ নারী ও শিশুরা।

এদিকে আজ শনিবার সকাল সাড়ে এগারোটার সময় থানা পুলিশের একটি টহল দল গ্রাম ও বেদবেরিয়া ইউনিয়নের সকল এলাকা পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের গায়ে হাত তোলার গ্রেপ্তারকৃত আট জনকে কুষ্টিয়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন; খোকসায় আগুনে পুড়ল ৫ দোকান: আটক হল ৯ জন, আহত ২ পুলিশ

আগুনে পুড়ে যাওয়া ঘর মালিক বাদশা, ওয়াজ আলী, পিন্টু, মোয়াজ্জেম, নজরুল, কাফি, বাবু, সাবু সহ ৮ জনকে পুলিশ বনগ্রাম বাজার থেকে গ্রেপ্তার করে তাদের কে থানায় নিয়ে আসে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ  এসআই শহীদুজ্জামান জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা দেয়। কিন্তু সেই পুলিশের কাজে বাঁধা দিয়ে হামলা করা অবশ্যই অপরাধ। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ প্রশাসন নিয়মিত টহল দিচ্ছে। অপরাধ যেই করুক আইন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার (৮ মে ২০২০)  ভোরে উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোকালে অপ্রীতিকর ঘটনায় খোকসা থানাধীন ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত নাহিদ হাসান (৩৩) ও মেজবা উদ্দিন (২৫) নামে দুই পুলিশ সদস্য আহত হয়।

তবে স্থানীয়দের দাবি,  ভোরে বনগ্রাম বাজারে রাব্বি ক্লথ এন্ড টেইলার্স এ আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী চারটি দোকানে। এরপর সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। এসময় পুলিশ এসে সামাজিক দুরুত্বের কথা বলে তাদের ওপর লাঠি চার্জ করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। অপরদিকে খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে পুলিশের দাবি,  লকডাউনের কারণে গণজমায়েত কমাতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।