আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ করোনা আক্রান্ত হয়েও গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বিয়ে বাড়ীতে আমেরিকা প্রবাসী মা ছেলে আক্রান্ত থেকে শুরু হলেও গাইবান্ধা জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮২৮ জনে।

জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন সুত্রে জানা যায়, এ নিয়ে গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৮২৮ জন এদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ১৪ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৯৫ জন আর চিকিৎসাধীন রয়েছেন ৩১৯ জন।

গাইবান্ধা জেলার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন সুস্থ্য হয়েছেন ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন। এছাড়াও পৌর এলাকায় আক্রান্ত মোট ১৮০ জন,সুস্থ্য হয়েছেন ৭৯ জন,মৃত্যু হয়েছে ৩ জনের ,চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন। সুন্দরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ৩৩ জন ,সুস্থ্য হয়েছেন ১৬ জন, চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

এছাড়াও সুন্দরগঞ্জ পৌরসভা এলাকায় মোট আক্রান্ত ২৯ জন সুস্থ্য হয়েছেন ২১ জন ,চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। সাদুল্লাপুর উপজেলায় মোট আক্রান্ত ৭২ জন, সুস্থ্য হয়েছেন ৪৮ জন,মৃত্যু ২ জন ,চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। গোবিন্দগঞ্জ উপজেলায় আক্রান্ত মোট ১২৩ জন,সুস্থ্য হয়েছেন ১০০ জন,মৃত্যু হয়েছে ৩ জনের চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। এছাড়াও গোবিন্দগঞ্জ পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০২ জন,মৃত্যু হয়েছে ১ জনের ,চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন।

সাঘাটায় মোট আক্রান্ত ৬৩ জন,সুস্থ্য হয়েছেন ৩৫ জন,চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন । ফুলছড়ি উপজেলায় মোট আক্রান্ত ৪৪ জন,সুস্থ্য হয়েছেন ১৯ জন,চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। পলাশবাড়ী উপজেলায় মোট আক্রান্ত ৩১ জন ,সুস্থ্য হয়েছেন ২৬ জন,মৃত্যু হয়েছে ২ জনের ,চিকিৎসাধীন রয়েছেন ২ জন। এছাড়াও পলাশবাড়ী পৌর এলাকায় মোট আক্রান্ত ৫৪ জন,সুস্থ্য হয়েছেন ২৬ জন,মৃত্যু হয়েছে ২ জনের,চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। এদিকে জেলার সাতটি উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছে ২৫৭ জন।

আমাদের বাণী ডট কম/১৭  আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।