ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তুতিমূলক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে ঘূর্ণিঝড় ‘ফণি’র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার অনুরোধ জানান।

আলোচনা সভায় সকল বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে, ফায়ার সার্ভিস, স্কাউট জরুরী প্রয়োজনে উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকবে, সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ঔষধ মজুদ রাখতে হবে এবং চাল, নগদ টাকাসহ প্রয়োজনী সাহায্য মজুদ রাখতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও মাইকিং ও মসজিদে ঘোষণার মাধ্যমে সকলের কাছে সতর্কবানী পৌছতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।