চট্টগ্রাম সংবাদদাতা; চট্টগ্রাম নগরীর একটি গোডাউন থেকে ২১ বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এতে প্রায় ৬৩০ কেজি চাল ছিল। এ সময় সরকারি চালের দেড় হাজার খালি বস্তা পাওয়া যায়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানায় পুলিশ।

আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঈদগাহ কাঁচা রাস্তার মুনমুন কমিউনিটি সেন্টারের গলির ভিতরে বিসিক গোডাউনে এ অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সদীপ কুমার দাশ বলেন, ঈদগাহ এলাকার মুনমুন কমিউনিটি সেন্টারের পাশে টি ফারুক ট্রেডার্স নামক বিসিক গোডাউন থেকে ২১ বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৩০ কেজি চাল ছিল। অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। এসময় সরকারি চালের দেড় হাজার খালি বস্তাও সেখানে পড়ে ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্রীমা চাকমা অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন সঙ্গে ছিলেন।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।