২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও বেআইনীভাবে বন্ধ প্যাপিলন নীট এপারেলস (প্রাঃ)লিঃ অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে শনিবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কারখানার শ্রমিক সাগরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্দিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কারখানার শ্রমিক আনোয়ার, রানী প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, প্যাপিলনের মালিক কর্তৃপক্ষ ১ এপ্রিল থেকে বেআইনিভাবে কারখানা বন্ধ করে রেখেছে। শ্রমিকরা গত ২ মাসের বেতন পাবে। বেতন না পাওয়ায় শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। বাড়িভাড়া দিতে না পারায় বাড়ির মালিক বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছে। অনেকের বাড়িতে তালা লাগিয়েছে বাড়ির মালিক। দোকান বাকি পরিশোধ করতে না পারায় দোকানদার খারাপ ব্যবহার করছে। শ্রমিকরা জেলা প্রশাসক, শ্রম দপ্তর, শিল্প পুলিশ ও বিকেএমইএ সমস্ত জায়গায় লিখিত অভিযোগ দিলেও কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে আছে।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।