চাঁদপুর সংবাদদাতা; জেলায় নতুন করে ১৫ জন পুলিশসহ আরও ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন পুলিশ সদস্যসহ ২৬ জন, মতলব দক্ষিণে ১৫ জন, হাজীগঞ্জে একজন, শাহরাস্তিতে একজন এবং ফরিদগঞ্জে একজন।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৪ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকালে ৯৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪টি পজেটিভ। নেগেটিভ ৫৪টি। আরেকটি পজিটিভ রিপোর্ট আগের আক্রান্ত রোগীর।

জেলায় ৫৫৫ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ২০৮ জন, মতলব দক্ষিণ ৭১জন, শাহরাস্তিতে ৬৪জন, হাজীগঞ্জে ৬৩ জন, ফরিদগঞ্জে ৬১জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে ২৭জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৪৪ জনের মধ্যে হাজীগঞ্জ ১৩ জন, চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ছয়জন, কচুয়ায় চারজন, মতলব উত্তরে চারজন, শাহরাস্তিতে তিনজন এবং মতলব উত্তরে দুজন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২০    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৪০৩১ টি যা গতদিনেও ছিল ১৫ হাজার ৪৫টি। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।

আমাদের বাণী ডট কম/২০   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।