চাঁদপুর সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাইমচরে ৭ জন, শাহরাস্তিতে ৬ জন, মতলব উত্তরে ৫ জন ও কচুয়ায় ১ জন রয়েছেন।

আজ শুক্রবার (২৬ জুন ২০২০)  জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

  • চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার মোট ১৯৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ। বাকীগুলো নেগেটিভ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১৩ জনে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।

  • তিনি আরও জানান, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭১৩ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৮৭ জন, শাহরাস্তিতে ৯৩ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, ফরিদগঞ্জে ৭২ জন, হাজীগঞ্জে ৬৮ জন, হাইমচরে ৪৭ জন, মতলব উত্তরে ৪১ জন ও কচুয়ায় ৩১ জন রয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৬৬১  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ ।ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬৩৮ জন, এনিয়ে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।