সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ প্রত্যাশীরা মহাসমাবেশের ডাক দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর মহাসমাবেশ ও ২৬ অক্টোবর গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেই সাথে চার দফা দাবি পেশ করেছেন।

দাবিগুলো হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

বুধবার (০২ অক্টোবর) ঢাবিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষনা দেন‘বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। তিনি বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরে উন্নীত করা সময়ের একটি যৌক্তিক দাবি। ডিজিটাল বাংলাদেশের এই বৃহৎ গোষ্ঠী শিক্ষার্থী ও যুব সমাজের কথা বিবেচনা করে উক্ত চার দফা দাবি মেনে নিতে বিলম্ব করা মোটেও উচিত নয় বলে দাবি করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।