নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  চলমান করোনাভাইরাসের মহামারিতে চিকিৎসা নিয়ে চিকিৎসকদের প্রতি সরকারের বক্তব্যকে ‘অসম্মানজনক’ আখ্যায়িত করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

গতকাল বুধবার (০৮ এপ্রিল ২০২০)  ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করা হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ঐ বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশসহ বিশ্বের সব দেশে যে করোনাভাইরাসের মহামারি দেখা দিয়েছে, সেই প্রেক্ষাপটে ডাক্তাররাই হলেন সম্মুখযোদ্ধা। এটা অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতির মতো, যেখানে প্রতিটি দেশ তার দেশের ডাক্তার সম্প্রদায়কে নৈতিক, মনস্তাত্ত্বিক ও প্রায়োগিক সমর্থন যুগিয়ে যাচ্ছে। এসব সমর্থনের অসংখ্য হৃদয়গ্রাহী দৃশ্য বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন তুলেছে ও প্রশংসা কুড়িয়েছে। কোনো দেশের সশস্ত্র বাহিনী ডাক্তারদের স্যালুট দিয়েছে, কোনো দেশের হাসপাতালের আশপাশ থেকে মানুষ সমবেত কণ্ঠে ডাক্তারদের অভিবাদন জানিয়েছে। অথচ এই ঘোর ক্রান্তিকালে বাংলাদেশ ও তার সরকার ব্যতিক্রম।’

 ‘চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর, যথেষ্ট সময় হাতে পাওয়া সত্ত্বেও, এ দেশের সরকার ডাক্তারদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের বিষয়ে দেখিয়েছে চরম ঔদাসীন্য। উপরন্তু, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে একের পর এক বিমাতাসুলভ নির্দেশনা প্রচারিত হয়েছে ডাক্তারদের আত্মসম্মান ও মর্যাদার ওপর আঘাত করে। কখনো বলা হয়েছে, নিজ নিজ সুরক্ষা সরঞ্জামাদি নিজেকে জোগাড় করে নিতে; অথচ বাজারে সেসব সামগ্রীর সরবরাহ ছিল না। এরপর রোগীদের উসকানিমূলক নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো অভিযোগ থাকলে তা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা ওসিকে অবগত করতে। ডাক্তারদের প্রতিবাদের মুখে এসব বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয় স্বাস্থ্য সেবা বিভাগ।’

ড্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ পরিস্থিতিতে বাংলাদেশের ডাক্তার সম্প্রদায় যখন দারুণভাবে মনঃক্ষুণ্ন, হতাশ ও অরক্ষিত, ঠিক তখনই সরকার ঘেষণা দিলেন, ‘‘যেসব চিকিৎসক সেবা দিচ্ছেন না, ভবিষ্যতে তারা চাকরি করতে পারবেন কি না, তা ভাবা হবে।’’ এমনকি দেশপ্রেমের সর্বনিম্ন বহিঃপ্রকাশটিকে জলাঞ্জলি দিয়ে বলা হলো প্রয়োজনে দেশের বাইরে থেকে চিকিৎসক এনে এ দেশের মানুষকে সেবা দেওয়া হবে। ডাক্তারদের ন্যায্য দাবির বিপরীতে তাদের ডাক্তারির লাইসেন্স কেড়ে নেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে।

‘এই পরিস্থিতিতে ডাক্তারদের স্বার্থ ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন, ডক্টরস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পক্ষ থেকে আমি এই হুমকির তীব্র নিন্দা জানাই। সরকার যেখানে চিকিৎসকদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ, যেখানে একের পর এক ভ্রান্ত সিদ্ধান্ত ও ভুল পদক্ষেপের বলি বানানো হয়েছে নিম্নআয়ের মানুষকে, যেখানে করোনাভাইরাস নিয়ন্ত্রণের ব্যর্থতায় ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে রোগী ও মৃত্যুর মিছিল- সেখানে দায়ভার স্বীকার না করে বরং তা চাপানো হচ্ছে সরল ও নিরীহ ডাক্তারদের ওপর।’

উল্লেখ্য, গতকাল বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনেের সর্বশেষ তথ্য অনুয়ায়ী,  প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে  ৫৪  জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ২১৮  জনে। নতুন করে আরও ৩  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।