আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ জেলার চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে মহসিন আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মহসিন আলী সকালে তার ছেলেকে সহ রমনা ব্যাপারীপাড়া ব্রহ্মপুত্র নদে মুট জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় হটাৎ তিনি তার ছেলেসহ বন্যার পানির প্রবল স্রোতে পড়ে যান। পরে তার ছেলে সাতরে তীরে উঠতে পারলেও তাকে ১০ মিনিট পর নদের কিছু দূর থেকে স্থানীয়রা সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মহসিন আলী রমনা ব্যাপারী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল আজিজের ছেলে।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ আকলিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের বাণী ডট কম/৩০ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।