নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা; জেলায় একজন ম্যাজিস্ট্রেট ও দু’জন স্বাস্থ্যকর্মীসহ নতুন ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২০) চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারজন, আলমডাঙ্গায় তিনজন ও দামুড়হুদায় চারজন রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯টি নমুনার ফলাফল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছায়। উক্ত ফলাফলে ১১ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, এখন পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন একজন ও মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।

আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।