জাতটি ওঠে ঠেলে
মোঃ জসিম উদ্দীন

সরকারী পুকুর দেবে লিজ
খালও দেবে তারা,
শর্ত আছে নিতে গেলে সে
পাবে জেলে যারা।

অমনি গিয়ে জেলের খাতায়
কৃষক দিল নাম,
সৈয়দরা সব জেলে সেজে
হাঁকল বেশি দাম।

গুদামের মাল টানে কুলি
সরদার হবে তারা,
প্রভাবশালী সমাজপতি
সামনে গেল খারা।

স্বার্থ পেলে জাত-বেজাতের
ধারে না তারা ধার,
কোনো পেশাই ছোট নয় বলে
সাম্যের গান তার।

কথায়-কাজে চলনে-বলনে
সাম্য কি আর মেলে,
ছোঁছোঁ বলে মেথর-মুচি
জাতটি ওঠে ঠেলে!

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।