জামালপুর সংবাদদাতা;  ধীর গতিতে নামছে যমুনার পানি। অন্যদিকে স্থিতিশীল রয়েছে ব্রহ্মপুত্রের পানি। সোমবার সন্ধ্যায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৮৫ ও ব্রহ্মপুত্রের পানি জামালপুর পয়েন্টে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

পানিবন্দি দিন কাটছে জেলার ৫৯ ইউনিয়নের প্রায় ১০ লাখ মানুষের। দুই দফায় ২০ দিন পানিবন্দি থাকায় বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের সংকট তীব্র হয়েছে। ছড়িয়ে পড়তে শুরু করেছে পানিবাহিত রোগ।

এছাড়াও টানা বৃষ্টিতে বিভিন্ন উঁচু সড়ক ও বাঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া দুর্গতের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে রুটি ও রান্না করা বিতরণ করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, দুর্গতদের জন্য এখন পর্যন্ত ৪১০ মেট্রিক টন চাল, নগদ ১৯ লাখ টাকা, ৪ হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার শিশু খাদ্য ও ২ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২০ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।