জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত কৃষ্ণ গোপাল সাহা (৬৫) জেলার শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের বাসিন্দা। গত ৭ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান গোপাল সাহা।

নমুনা পরীক্ষার পর আজ শুক্রবার (১২ জুন ২০২০) জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আল মামুন জানান, গত ৩ জুন কৃষ্ণ গোপাল সাহার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পরে ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার তার নমুনার ফলাফল আসলে জানা যায় তিনি করোনা পজেটিভ ছিলেন।

এটিই ঝিনাইদহে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। এছাড়া জেলায় এপর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৭১ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।

আমাদের বাণী ডট কম/১২ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।