ঠাকুরগাঁওয়ে বেসরকারি শিক্ষক,কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সকল ধরনের সুবিধা প্রদান ও স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের বেতন স্কেল জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করাসহ ৪ শতাংশ কর্তনের আদেশ বাতিল, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্য

মে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু, অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এমপিওভুক্তি এবং সম্মানজনক বাড়িভাড়া ,পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ঠাকুরগাঁও জেলা শাখার জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে মানববন্ধন ও মাননীয় জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।মানববন্ধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আপনি দেশে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন,মাদ্রাসা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের উদাহরণ সৃষ্টি করেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ইতিহাস সৃষ্টি করেছেন এজন্য আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

সেইসাথে শিক্ষানীতি প্রণয়ন শিক্ষকদের নতুন বেতন স্কেল, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ,অবসর ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ প্রদান , শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানসহ বিভিন্ন অবদানের জন্য আপনি চিরদিন অমর হয়ে থাকবেন বলে তারা প্রার্থনা কামনা করেন। বক্তারা আরো বলেন, আমাদের এই ছয় দফা দাবি পূরণের মাধ্যমে আপনি ঐতিহাসিক স্মরণীয় হয়ে থাকবেন বলে আমরা আশা করছি। আলোচনা শেষে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের কল্যাণ এবং সকলের জন্য দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।