ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ২০১৯-২০ সেশনে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা টিএসসি, রাজু ভাস্কর্য এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় অভিমুখে স্মারকলিপি জমা দিতে রওয়ানা দেন।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা সাত কলেজের বিরুদ্ধে আন্দোলন করছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আমাদের কম গুরুত্ব দিচ্ছে, শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে এসব কারণের প্রতিবাদে আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই শিক্ষার্থীদের কাজের জন্য আমরা নিজেরা হয়রানির শিকার হচ্ছি। যা কোনোভাবেই কাম্য নয়। বিশাল সংখ্যক অধিভুক্ত শিক্ষার্থীদের কারণে শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নে সমস্যা হচ্ছে। আমাদের রেজাল্ট দিতে যেখানে পাঁচ মাসের সময় লাগছে, সেখানে অধিভুক্ত শিক্ষার্থীদের ৯০ দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।