ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনা শনাক্তের হার বাড়ছে। অন্যদিকে কমছে পরীক্ষার সংখ্যা। প্রাণঘাতী ভাইরাসটির উপসর্গ থাকা সত্ত্বেও অনেকেই নমুনা পরীক্ষা করাতে অনাগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে সম্প্রতি করা এক জরিপ বলছে, কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ৯০ ভাগের বেশি করোনা ভাইরাস টেস্ট করাতে অনাগ্রহী।

এই জরিপটি পরিচালনা করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডা. রিদওয়ান-উর রহমান। এতে অংশ নেয়া ১ হাজার ২০২ জন ব্যক্তির মধ্যে ৮৫ শতাংশই চিকিৎসক যারা কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তারা জানান, তাদের কাছে আসা রোগীদের মধ্যে শতকরা ৯০ ভাগের বেশি করোনা পরীক্ষা করাতে অনাগ্রহ প্রকাশ করেছেন।

এর কারণ হিসেবে উত্তরদাতাদের ৫৩ শতাংশের বেশি বলেছে যে, টেস্ট করানোর সুযোগের অভাব এই অনাগ্রহ তৈরি করেছে।

এছাড়াও তারা উল্লেখ করেছেন, পরীক্ষার ফল দেরী করে আসা ও ভুল রিপোর্ট আসার কারণে পরীক্ষা করার আগ্রহ হারিয়েছে ১৬ শতাংশ রোগী। তৃতীয়ত বড় কারণ হচ্ছে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়। এই হারটিও শতকরা ১৬ ভাগ।।

আমাদের বাণী ডট কম/২১ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।