মুন্সিগঞ্জ সংবাদদাতা;  তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে দীর্ঘদিন ধরেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ১৫০ গাড়ি। অন্যদিকে, লঞ্চ, স্পিডবোট ঘাটে যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক।

গতকাল শনিবার বিকেল থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করছে। আজ  রবিবার দুপুর থেকে চারটি ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, দুপুর থেকে একটি রো রো ফেরিসহ চারটি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি আছে। পদ্মার তীব্র স্রোতের জন্য পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করছে। ১৬টি ফেরির মধ্যে চারটি ফেরি চলছে, বাকিগুলো তীব্র স্রোতের মধ্যে চালানো সম্ভব নয়।

আমাদের বাণী ডট কম/০২ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।