নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ; বাংলাদেশে দাবানলের মত হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর দেশের এই ক্রান্তিলগ্নে করোনা সংকট মোকাবেলায় আত্মমানবতার সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ ৮৮ হাজার ৫১২ টাকা অনুদান দিয়েছেন জেলার গৌরীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিয়দালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০ ) সোনালী ব্যাংক গৌরীপুর শাখা থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের মাধ্যমে এ টাকা প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস জানান, এ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৯২১ জন শিক্ষক, শিক্ষা অফিসের ৮ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারী এ তহবিল গঠনে সহায়তা করেছেন।

অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা প্রেরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মফিজুর রহমান, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিয়দালয়ের  প্রধান শিক্ষক হাবিব উল্লাহ, নয়াগাও সরকারি প্রাথমিক বিয়দালয়ের  প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিয়দালয়ের  সহকারি শিক্ষক রফিকুল ইসলাম রতন, ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিয়দালয়ের  সহকারি শিক্ষক আজহারুল ইসলাম।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।