দাখিল পরীক্ষা ২০২০ সালের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ৩ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করে মাদরাসা শিক্ষা বোর্ড।

সূচি অনুযায়ী, প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।