কুমিল্লার ‘দেবীদ্বারে ব্লাড ফর দেবীদ্বার’র উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজামেহার গ্রামের মোল্লাবাড়িতে পা’ প্রতিবন্ধী মোঃ সফিকুল ইসলাম মোল্লা(৪২)’কে ওই হুইল চেয়ার দেয়া হয়। এর আগে ওই এলাকার প্রতিবন্ধী আব্দুস সালাম, হামলাবাড়ির সোহেল, শিবনগরের মাজেদা, শালঘরের মোহাম্মদ আলীকে আরো ৪ টি হুইল চেয়ার ও ৪ এস,এস,সি শিক্ষার্থীর ফরম পুরন সহ সর্বোচ্চ শিক্ষা বৃত্তির দায়িত্ব গ্রহন করেন ‘ব্লাড ফর দেবীদ্বার’।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, রাজামেহার ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, শিক্ষার্থীর ফর দেবীদ্বার’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি করিম মাহমুদ সুজন, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জয় দ্রুব, রাজামেহার ইউপি সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সদস্য মোঃ কাইয়ুম হোসেন, এলাকার সমাজ সেবক মোঃ আবু ইউছুফ, জাহাঙ্গীর আলম মোল্লা, নজরুল ইসলাম, সফিকুল ইসলাম, আবুল হোসেন, জাকির হোসেন, জামাল মোল্লা, আব্দুল কুদ্দুস প্রমূখ।

শিক্ষার্থীর ফর দেবীদ্বার’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা দরিদ্র অসহায়দের উন্নয়নে কাজ করছি। দূর্ঘটনায় কবলিত, ডেলিভারী প্রসূতী সহ নানা রোগে আক্রান্তদের রক্তের প্রয়োজনে আমরা বিনা মূল্যে তাৎক্ষনিক রক্ত সরবরাহ করে আসছি। দায়গ্রস্থ্য পিতার কণ্যাদানে, আর্থিক অসঙ্গতিতে ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার, শীত বস্ত্র, ঈদ উদযাপনে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা, বনায়ন, পরিবেশ ভারসাম্য রক্ষা, মাদক, সন্ত্রাস, যৌতুক- বাল্য বিয়ের প্রতিরোধে সামাজিক সচেতনতায় কাজ করছি। যা অব্যাহত আছে এবং চলমান থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।