নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, দেড় বছর ধরে আমি আমার পাসপোর্ট পাচ্ছি না। দেশে কোনো বিচার নেই। মানুষ কী করে বিচার পাবে? প্রধান বিচারপতি নিজেই যেখানে অবিচারের শিকার হচ্ছেন।

  • গতকাল শনিবার (১৩ জুন ২০২০) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের’ উদ্যোগে অনুষ্ঠানে ইন্টারনেটে যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন।

ভিপি নুর বলেন, দেশে শুধু স্বাস্থ্য খাতে সমস্যা নয়, সমস্যা সব জায়গায়। তেলবাজ, চাটুকারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে কোনো কাজ হচ্ছে না। এসময় তিনি বলেন, আমি দেড় বছর ধরে পাসপোর্ট পাচ্ছি না। দেশে কোনো বিচার নেই। বিচার মানুষ পাবে কী করে কারণ প্রধান বিচারপতি নিজেই অবিচারের শিকার হচ্ছেন।

  • জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় ইন্টারনেটে যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আমাদের বাণী ডট কম/১৪  জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।