নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ | ৩য় সপ্তাহ

নবম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত ৩য় অ্যাসাইনমেন্ট এর উত্তর,আজকে আমাদের এখানে নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রকাশ করা হয়েছে। সুতরাং আপনি আমাদের এখান থেকে খুব সহজেই বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর উত্তর ছবি এবং পিডিএফ ফরমেট আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

আপনাদের এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি ২০২১ সাল থেকে সারাদেশে শুরু হয়েছে। আপনি যদি নবম  শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে চান, তবে আমাদের পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

কারণ আমাদের এখানে নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য উদাহরণ সহকারে, ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। সুতরাং আমাদের পোস্টটি পড়লে আপনি অ্যাসাইনমেন্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।

সুতরাং কোন শিক্ষাপ্রতিষ্ঠান এই এই বছর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশ দিয়েছে যে,

প্রত্যেক শিক্ষার্থী নির্ধারিত এসাইনমেন্ট তৈরি করে তাদের বিদ্যালয় জমা দেয়। এই এসাইনমেন্ট এর উপর ভিত্তি করে প্রত্যেক

 

শ্রেণিঃ নবম

বিষয়ঃ গণিত

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ  এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ অধ্যায় ৩, বীজগাণিতিক রাশি;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ

  • বীজগাণিতিক রাশি
  • বর্গ সংবলিত সূত্রাবলি
  • ঘন সংবলিত সূত্রাবলি
  • উৎপাদকে বিশ্লেষণ
  • বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতক সূত্র গঠন ও প্রয়ােগ

নবম গণিত ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নঃ

অ্যাসাইনমেন্টঃ ০১

A= x²-2x+1, B=x²-√3x+1, এবং C=x²+10x+16

নিচের সমস্যাগুলো সমাধান করঃ

  • সমস্যা-১: A=0 হলে, x এর মান নির্ণয় কর।
  • সমস্যা-২: C রাশিকে দুটি বর্গের অন্তররুপে প্রকাশ করা সম্ভব কী? উত্তরের স্বপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন কর।
  • সমস্যা-৩: সূত্রের সাহয্যে A² নির্ণয় কর।
  • সমস্যা-৪: যদি B =0 হয়, তবে x²+1/x² এবং x³+1/x³ এর মান পরস্পর সমান হবে কী? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন কর।

 

৯ম শ্রেণি ৩য় সপ্তাহের সমাধান নিদের্শনাঃ

  • সূত্রের ব্যবহার করে x এর মান নির্ণয় করবে।
  • যুক্তি উপস্থাপন করে রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করবে।
  • উল্লিখিত রাশির সাহায্য নিয়ে x²+1/x² এবং x³+1/x³  এর মান নির্ণয় করে নিজস্ব যুক্তি উপস্থাপন করবে।

মূল্যায়ণ রুব্রিক্সঃ ধারাবাহিকতা সঠিক সূত্র ও সমাধানে নির্ভূলতা যুক্তি উপস্থাপন।

নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা উত্তরের ঘাত বা পাওয়ার গুলোর দিকে একটু বেশি লক্ষি দিও। কারণ এগুলো খুব ছোট দেখাচ্ছে। তাছাড়া ভিতরে কিছু ইমেজ দেওয়া আছে সেগুলো লোড হতে কিছুটা সময় লাগতে পারে। সেই সময়টুকু অপেক্ষা করো।

৯ম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান ৩য় সপ্তাহ ২০২১

অ্যাসাইনমেন্ট শুরু

সমস্যা-১ এর সমাধানঃ

দেওয়া আছে , A= x²-2x+1

বা,  x²-2x+1 = A
বা, x²-2.x.1+1² = 0 [A=0 বসিয়ে]
বা, (x-1)² = 0
বা, (x-1) = 0
বা, x = 1
∴ x =1 (ans)

সমস্যা-২ এর সমাধানঃ

দেওয়া আছে, C=x²+10x+16

বা, C = x²+8x+2x+16

বা, C= x(x+8) +2(x+8)

বা, C = (x+8)(x+2)

 

যা দুইটি বর্গের অন্তর রুপ।

∴ বলা যায় C কে দুইটি বর্গের অন্তররুপে প্রকাশ সম্ভব।

সমস্যা-৩ এর সমাধানঃ

সুত্রের সাহায্যে A² নির্ণয় করা হলো।

দেওয়া আছে, A= x²-2x+1

বা, A² = (x²-2x+1)²

= {(x²-2x)+1}²

= (x²-2x)²+2.(x²-2x).1+1²

= (x²)²-2.x².2x+(2x)² + 2x²-4x+1

= x⁴-4x³+4x²+2x²-4x+1

= x⁴-4x³+6x²-4x+1 (উত্তর)

সমস্যা-৪ এর সমাধানঃ

দেওয়া আছে, B=x²-√3x+1

এখন B= 0হলে x²-√3x+1 =0

উপরের গাণিতিক আলোচনা থেকে দেখা যায় B =0 হয়, তবে x²+1/x² এবং x³+1/x³ এর মান পরস্পর সমান নয়।

 

উপরে আপনারা দেখতে পেলেন নবম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইন মেন্ট উত্তর । আসা করি বুঝতে কোন সমস্যা হয়নি নবম শ্রেণির  বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্টর উত্তর বুঝতে যদি কোন প্রকার সমস্যা হয় তবে আমাদের কমেন্টবক্স আপনার কমেন্ট লিখেতে ভুলবেন না । তো আজকে নবম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর এই পর্যান্ত । দেখা হবে পরবর্তী কোন অ্যাসাইনমেন্টের  সমাধান নিয়ে । আছাড়ও আরো   অন্য সকম অ্যাসাইনমেন্টের  উত্তর পেতে আমাদের সাইটি নিয়মিত ভিজিট করুন ।নবম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত ৩য় অ্যাসাইনমেন্ট এর উত্তর

ধন্যবাদ

আমাদের সাথে ফেসবুকে জয়েন হতে পারেন । 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।