আশরাফুল আলম জালাল, নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার নান্দাইল উপজেলায় করোনার প্রখম মৃত্যু এক যুবকের। গত ১৭ জুন ৪ জন আক্রান্ত সহ করোনায় এ পর্যন্ত উপজেলার মোট ৩১ জন আক্রান্ত হয়। তন্মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ জন এবং হোম আইসোলোশনে আছে ২৩ জন।

জানা যায়,করোনায় শুক্রবার (১৯ জুন) সকালে ময়মনসিংহ সূর্য্যৃকান্ত (এস.কে) হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় উপজেলার শেরপুর ইউনিয়নের পাছরুখি গ্রামের সাইদুর রহমানে পুত্র মুরসালিন (২০) মারা যায়।

সে গত ৪ দিন আগে কিডনি সহ বেশ কিছু জটিল রোগ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়। পরে তার করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করলে করোনা পজেটিভ হয়।

নান্দাইল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দিনরাত পরিশ্রম করেও স্বাস্থ্যবিধি পুরোপুরি মানাতে পারছেন না। স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনায় আক্রান্তের সংখ্যা নান্দাইলে বেড়েই চলেছে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৯    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫  হাজার ৫৩৫জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচহাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।