নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ;  নারায়ণগঞ্জে ১০টিরও বেশি সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিত ৮০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল রবিবার(০৩ মে ২০২০) রাতে নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত জেলায় কর্মরত ৮০ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মকর্তাও রয়েছেন।

তবে আক্রান্তদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন।

এছাড়া রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৩ মে ২০২০) তথ্য অনুযায়ী, রোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।