বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর আয়োজনে “নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা ” শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তি অনুষ্ঠান বিকাল তিনটায় ২৩ মে ২০১৯, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার সেমিনার হলে অনুষ্ঠিত হয়েহে।

সভাপতিত্ব করেন সেলিনা হোসেন, প্রধান অতিথি ছিলেন মোস্তফা জাব্বার, মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

উদ্ভোদক ডাঃ মুরাদ হাসান এম ,পি,প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রনালয়, সন্মানিত অতিথি আ স ম আরেফিন সিদ্দিকী সাবেক উপাচার্য ঢাবি,বিশেষ অতিথি বিচার পতি এস এম মজিবর রহমান,শুভেচ্ছা জ্ঞাপন করেন, কবি আসীম সাহা,প্রতিষ্ঠাতা আহ্বায়ক বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ,মূল প্রবন্ধ পাঠ করেন, সোহরাব হোসেন,কবি ও সাংবাদিক।

আলোচনায় ছিলেন,কবি কাজী রোজী এম পি, স্বদেশ রায়,নির্বাহী সম্পাদক, দৈনিক জনকন্ঠ,বুলবুল মহলানবীশ,বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জাফর ওয়াজেদ,মহাপরিচালক বাংলাদেশ প্রেস ইন্সটিটিউ, ব্যারিষ্টার তুরিন আফরোজ,কবি আসলাম সানী,নির্বাহী সভাপতি, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।

স্বাগত বক্তব্য রাখেন কবি মাসুদ পথিক, সাহিত্যিক,পুরস্কার প্রাপ্ত চলচিত্র পরিচালক,মিডিয়া ব্যাক্তিত্ব,সাংবাদিক, সাধারণ সম্পাদক বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।
সঞ্চালনায় ছিলেন, ডঃশাহাদাৎ হীসেন নিপু,সহসভাপতি বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।

সমন্বয়ে ছিলেন,এফ এম শাহীন,সুজন হাজং,মাহবুবা লাকী,ইসমাত শিল্পী। আরো উপস্থিত ছিলেন কবি সাংবাদিক জাহাঙ্গীর বাবু,কবি কাজী শিহাব উদ্দীন, কবি, গল্পকার তারেক হাসান, উদিয়মান প্রতিশ্রুতিশীল ছড়াকার,কবি,সাহিত্যিক ফখরুল হাসান শাওন ও প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।