গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজ হওয়া আবুল কালাম আজাদ (৪৫) নামে মসজিদের এক ইমামের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ করছে পরিবার।

সাদুল্লপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের লাশ আজ শনিবার সকালে পাশের গ্রামের গোবিন্দ দেবত্তর বিলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের স্বজনরা জানায়, আবুল কালাম আজাদ শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। নামাজ শেষে স্থানীয় দাদন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়া তাকে ডেকে নিয়ে যায়। তাদের সাথে তার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে। শনিবার সকালে তার লাশ গাছের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তার পরিবারের দাবি, সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবাহান জানান, আপাত দৃষ্টিতে বিষয়টি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।