উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলার   কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের মসজিদের এক মুয়াজ্জিনের (৬০) করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২০) দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাক্রান্ত ওই মুয়াজ্জিনের পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। এ আগে ৯ মে রাতে করোনাক্রান্ত হয়ে কালিয়ার বড়দিয়া গ্রামের বিশ্বজিত রায় চৌধুরী (৫০) মৃত্যুবরণ করেন।

এ বিষয় কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিক বলেন, আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।

আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।