উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;  জেলার লোহাগড়া মাকড়াইলে গ্রামে জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে রেজাউল করীম (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে বাড়িতে ফেরার ৩দিন পর বৃহস্পতিবার (২৮ মে) রাতে তিনি মা*রা যান। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে রেজাউল করীম ঢাকার একটি সিকিউরিটি কোম্পানীর ম্যানেজার হিসেবে চাকুরি করতেন এবং আজিমপুর এলাকায় থাকতেন। তিনি জ্বর, শ্বা*সকষ্টে আক্রান্ত হয়ে ঈদের দিন বিকেলে (২৫ মে) বাড়িতে আসেন এবং বৃহস্পতিবার রাতে মারা যান। তাকে ওই রাতেই পারিবারিক ক*বরস্থানে দা*ফন করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র করোনার উপ*সর্গে মা*রা যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, স্বাস্থ্য বিধি মেনে বৃহস্পতিবার রাতেই মৃতের দা*ফন হয়েছে। মৃতের করোনা পরীক্ষার জন্য ন*মুনা সংগ্রহ করা না গেলেও পরিবারের সদস্যসহ যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে।

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।