উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলায়  করোনা আক্রান্তে মৃতের লাশ সৎকারে অংশ নেয়া ইউএনও,সাংবাদিকসহ ৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নড়াইলের কালিয়া উপজেলার বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনায় ‘পজিটিভ’ ফলাফল এসেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়ার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.কাজল মল্লিক। এ অবস্থায় লাশ সৎকারে অংশ নেয়া ইউএনও, সাংবাদিকসহ আটজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, নড়াইলের কালিয়ার চোরখালি গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। তিনি জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতে আসেন। গত ১০ মে সকালে তিনি মারা যান।

এদিকে মৃত ব্যক্তির লাশ সৎকারে স্বজনদের অসহযোগিতা থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,সাংবাদিকসহ স্থানীয় কয়েকজন মিলে তা সম্পন্ন করেন। মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হলে এখন নতুন সংকট তেরী হয়েছে। তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা পরীক্ষার পাশাপাশি কোয়ারেন্টিনে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুদা, স্বাস্থ্য কর্মকর্তা মো. কাজল মল্লিক,সাংবাদিক ফসিয়ার রহমানসহ আটজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। চোরখালি গ্রামকে লকডাউন করা হয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. কাজল মল্লিক বলেন, ‘মঙ্গলবার রাতেই আমাদের কাছে তথ্য এসেছে। লাশ সৎকারে সহায়তা করায় ইউএনওসহ আমরা ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবো।’

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ (২৩ মে ২০২০)  হেলথ বুলেটিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে সাত হাজার ৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন, এটিও রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৯-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩৬১ জন।

আমাদের বাণী ডট/১৩  মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।