আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা;  পঞ্চগড় জেলা পুলিশের করোনায় আক্রান্ত হওয়া ৩ জন নারী পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

গতকাল শনিবার (১৩ জুন ২০২০)   পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে এ করোনা যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার, পঞ্চগড়।

গত (১৪ মে) ডিএমপি, ঢাকা হতে বদলীসূত্রে ৯ জন নারী পুলিশ সদস্য পঞ্চগড় জেলায় যোগদান করেন। যোগদানের পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং করোনা ভাইরাস টেস্ট করা হয়।

গত (২১ মে) তাদের ৩ জনের করোনা পজেটিভ আসে। তাদের পুলিশ লাইন্সে আইসোলেশনে রেখে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী উক্ত নারী পুলিশ সদস্যদের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুই বারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত এবং সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ নিয়ে পঞ্চগড় জেলা পুলিশের করোনায় আক্রান্ত ৪ জনেই সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

আমাদের বাণী ডট কম/১৪জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।