মাসুদ বাবু, লালমনিরহাট জেলা সংবাদদাতা; জেলার  পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের ৫ জন করোনায় আক্রান্ত হলেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২০) রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছে।
লালমনিরহাট সদর হাসপাতাল করোনা ভাইরাস সংক্রামণ হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৫ জন জেলার বাহির থেকে এসেছেন। বাহির থেকে জেলায় প্রবেশ করা ওই ৫ জনের মাধ্যমে বাকিদের শরীরে করোনা সক্রমণ হয়েছে।
আক্রান্ত ১৬ জনের মধ্যে ৫ জন জেলায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। তারা হলেন, জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ১ জন স্টাফ নার্স, ওই হাসপাতালের ১ জন কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী, সদর হাসপাতালের এক জন অফিস সহায়ক ও এক জন পরিচ্ছন্ন কর্মী।লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, করোনায় আক্রান্ত সবাই সুস্থ আছেন। তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।

আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।