আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা;  জেলায় ২৪ ঘন্টায় আরো একজন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে  হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৬ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেল।
আজ শুক্রবার (২২ মে ২০২০) সকালে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন  বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাবনার ১১ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৪ বছর বয়সী এক কলেজ ছাত্রীর রিপোর্ট পজিটিভি ও বাকিদের নেগেটিভ রিপোর্ট আসে।
আক্রান্ত কলেজ ছাত্রীর বাড়ি পাবনা শহরের শিবরামপুর এলাকায়। আক্রাত রোগীর বাড়ি লকডাউন ঘোষণা করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২২ মে ২০২০) তথ্য অনুযায়ী, দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৩২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়েছেন আরও ৫৮৮ জন। এ নি‌য়ে সুস্থ হ‌য়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৯০ জ‌নে। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে আটজন ও হাসপাতালে আনার পথে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগের তিনজন। তাদের বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে পাঁচজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ দুইজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।