আলাউদ্দিন হোসেন ,পাবনা জেলা সংবাদদাতা;  বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে ইউএনডিপির কারিগরি সহাতায় পাবনায় গ্রাম আদালত প্রকল্পের আওতায় গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।

গত দু’দিনে জেলার ৫ উপজেলার ৩৭টি ইউনিয়নে ৩৫৬ জন গ্রাম পুলিশের মাঝে এ অর্থ প্রদান করেছে দেশের শীর্ষ উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রত্যেক গ্রাম পুলিশকে ৬শ টাকা করে মোট ২ লক্ষ্য ১৩ হাজার ৬শ টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়।

ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ জুলফিকার ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন, সুজানগর উপজেলা সমন্বয়কারী মোঃ ফয়জুল ইসলামসহ সংশিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব।

মহামারি করোনা দুর্যোগ কালীন সময়ে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করার জন্য সংশিষ্ট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইএসডিও কে ধন্যবাদ জানান।

আমাদের বাণী ডট/১৩  মে ২০২০/পিবিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।