মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;  রোগীর আওয়াজ নেই, চাপও নেই, পরিস্কার পরিচ্ছন্নতায় পরিবেশ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ৩ বেডে শুয়ে রয়েছে ৩টি বিড়াল। নিচ তলার সিড়িতে পানি ভেসে চলছে। তবে করোনা ভাইরাস রোগী নেই এখানে।

খোঁজ জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা সেবা নিত। অনেক রোগী ভর্তি হয়ে বেড না পেয়ে ফ্লোরেই চিকিৎসা নিত। এখন করোনা ভাইরাস সংক্রামণের আতঙ্কে তেমন রোগী নেই। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ খালি। এ  দৃশ্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায় পুরুষ রোগী ৫ ও মহিলা রোগী ১২ জন সহ মোট ১৭ জন। এ সময় ৩ বেডে ৩টি বিড়াল বেডে শুয়ে থাকতে দেখা যায়। দায়িত্বরত স্টাফগণ জানান রোগী নেই তাই নিরব ভাবে চলছে। তবে পিপিই ব্যবস্থা আছে। করোনা রোগীর জন্য বেড প্রস্তুত করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।