প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, আমাদের দেশে আন্দোলন ও প্রতিবাদ ছাড়া কোন দাবি আদায় হয় না।

তিনি বলেন, তরুণরা যখন আন্দোলন করে সরকার বা কর্তৃপক্ষ সেটিকে গুরুত্বসহকারে দেখে। অন্যথায় সকলক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়। আজকে কোথায় দুর্নীতি থেমে নেই। দেশকে এই অবস্থা থেকে একমাত্র তরুণরাই উদ্ধার করতে পারে।

প্রশ্নফাঁস প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ১ম ও ২য় ধাপে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যখন বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটে, তখন পরীক্ষার্থীরা আমাদেরকে অনুরোধ করে কিছু একটা করার জন্য। মূলত ভুক্তভোগীদের অনুরোধেই আমরা আন্দোলনে নেমেছিলাম।

‘যেকারণে ৩য় ধাপে পরীক্ষায় এখনো পর্যন্ত কোথাও কোন প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হলে ফেসবুকে ভেসে বেড়ানো প্রশ্নের সাথে অরিজিনাল প্রশ্নের কোন মিল পাওয়া যায়নি। যা শিক্ষার্থীদের স্বস্তি দিয়েছে। এটি অবশ্যই শিক্ষার্থীদের বিজয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।