নিজস্ব সংবাদদাতাঃ যশোরে প্রাইমারিতে প্যানেল ভিত্তিতে সহকারি শিক্ষক নিয়োগ এর জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই কর্মসুচি পালিত হয়।

প্রাইমারিতে সহকারি শিক্ষক নিয়োগ ২০১৪ স্থগিত ২০১৮ পুল ও প্যানেল এর রিটের কারনে চার বছর পরে ২০১৮ সালে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪ লাখ প্রার্থীর সহিত ব্যাপক প্রতিযোগিতা করে ২৯৫৫৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়।

কিন্তু চার বছর লসের পরেও দপ্তর ৯৭৬৭ জনকে চুড়ান্তভাবে নিয়োগ দেয়। অথচ তখনকার বিভিন্ন পত্রপত্রিকার তথ্যমতে ঐ নিয়োগ এ ১০ হাজার সহকারি শিক্ষক নিয়োগ এর কথা ছিলো। সে হিসাবে ঐ নিয়োগে ২৩৩ জন কম নেওয়া হয়েছে।আর এসব লিখিত উত্তীর্ন প্রার্থীদের মধ্যে অনেকের সরকারি চাকরির বয়স শেষ হবার কারনে তারা প্রাইমারি দপ্তরের দেওয়া ২০১৮ সালের জুলাই মাসের সার্কুলারেও আবেদন করতে পারে নাই।

তাই মুজিব বর্ষে চার বছর লসের ইস্যুতে এ কম নেওয়া ২৩৩ টি পদে প্রাথমিকভাবে সারাদেশের চরমভাবে বঞ্চিতদের তালিকা থেকে নিয়োগ দিয়ে বাকি লিখিত উত্তীর্ন সকলকে পর্যায়ক্রমে নিয়োগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রালয় এর মাননীয় প্রতি মন্ত্রী মাননীয় সচিব,এবং প্রাইমারি দপ্তরের মহাপরিচালক এর সুদৃষ্টি কামনা করেছে। যশোর এ অনুষ্টিত খুলনা বিভাগীয় মানববন্ধন থেকে ২০১৪ স্থগিত সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন কারি পরিষদ।

এ পরিষদের সভাপতি মোঃমাহমুদুল হাসান বলেন, আমাদের চার বছর লসের কারনে আমরা প্রাইমারির পরের সার্কুলারে আবেদন করতে পারি নাই অনেকে। এতে আমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। তাই আমাদের এ লসের কথা বিবেচনা করে আমাদের লিখিত উত্তীর্ন মেধাবী সকলকে পর্যাক্রমে নিয়োগ দিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের সুদৃষ্টি কামনা করছে।

এ মানববন্ধন এ পরিষদের সভাপতি মােঃ মাহমুদুল হাসান সোহাগ সহ প্রচার সম্পাদক তারিকুল ইসলাম,দপ্তর সম্পাদক সোহেল সহ খুলনা বিভাগের অনেক প্যানেল প্রত্যাশি অংশ নিয়ে তাদেরকে দ্রুতই প্যানেল ভিত্তিক নিয়োগ এর দাবি জানায়।

আমাদের বাণী ডট কম/২২  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।