ডেস্ক রিপোর্ট, ঢাকা;  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী ৩২৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও অজানা এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সংখ্যক ২৫৫ জন শিক্ষক রয়েছেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা ৩৭ জন, কর্মচারী ২৩ জন। অন্যদিকে আক্রান্ত হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ জন।

  • আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২০)  এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেটে এ তথ্য জানা গেছে। এছাড়াও আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। তবে কেউ মারা যাননি। মোট ৩২৯ জন আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ২৭৫ জন, সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন শিক্ষক এবং একজন কমর্কতা রয়েছেন।

অধিদপ্তরের দেয়া করোনা আপডেটে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

  • এ পর্যন্ত সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জনসহ মোট ৬ জন করোনায় মারা গেছেন। মারা যাওয়া এই ৬ জনের মধ্যে একজন কর্মকর্তা এবং ৫ জন শিক্ষক রয়েছেন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৫৮২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬০৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৩৩ টি যা গতদিনে ছিল ১৬২৯২ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৩১ জন জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৯ হাজার ৬৬৬ জন।

আমাদের বাণী ডট কম/২৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।