পড়ন্ত বিকেল
মোঃ জসিম উদ্দীন

ফুরিয়ে গেছে লাটাইয়ের সুতা লাটাইও ধরেছে ঘুণে
ঘুড়িও উড়ে না নীল আকাশে বায়ু দূষিত শুনে।

ঘুড়িহীন আকাশ পড়ন্ত বিকেল শোভা পায় না যেমনি
করে না পাখিরা কিচিমিচি আর সন্ধ্যায় গাছে তেমনি।

নাই সে নদীর নব্যতা আজ নাই সে তর্জন-গর্জন
মিটিয়েছে জলের পিপাসা সবার কত কিছুই না অর্জন।

আজ এই কঠিন সন্ধীক্ষণে রাখে না কেউ আর খবর
সবাই আছে পড়ে ব্যস্ত নগরে মহমায়ায় তারা সবর।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।