ভাই বিস্কুটের মেয়াদ শেষ, চিড়া ও চালে দুর্গন্ধ এরই নাম কি ত্রান? এমন প্রশ্নটাই করলেন বোরচরের ত্রাণ পাওয়া কয়েকজন।

ফনীর তান্ডবে মতলব উত্তরের চরাঞ্চলে ৮৭টি ঘর তছনছ হয়ে যায়। রবিবার বিকালে মতলব উত্তর উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামিগ্র বিতরন করা হয়।সামগ্রীর মধ্যে ছিল চাউল, চিরা, মুড়ি, চিনি, তেল, ডাল, বিস্কিট, মোমবাতি, দিয়াসলাই ও লবন।

ত্রানের কয়েকটি প্যাকেট খুলে দেখা যায়, বিস্কুটের মেয়াদ শেষ হয়েগেছ ৩০মার্চ এ অথচ ত্রান বিতরন করা হলো ৫মে বিকালে। মেয়াদ শেষ হবার ৩৪দিন পর এই বিস্কুট ত্রাণ সাহায্য হিসাবে পৌছে দেয়া হলো ঝড়ে ঘর বাড়ী বিধ্বস্ত হওয়া সেই ক্ষতিগ্রস্তদের মাঝে।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল মজুমদার জানান, এগুলো চাঁদপুর থেকে আজই(৫মে) পাঠানো হয়েছে আমরা বন্টন করেছি মাত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।